যশোরে ২টি পাটকলে শ্রমিকদের ধর্মঘট ও বিক্ষোভ

মজুরি কমশিন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে যশোরের অভয়নগর উপজেলায় দুটি রাষ্ট্রায়ত্ব পাটকলে শ্রমিকরা ধর্মঘট ও বিক্ষোভ করেছেন।  

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2019, 01:28 PM
Updated : 12 March 2019, 01:31 PM

মঙ্গলবার নওয়াপাড়ায় ‘যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ ও ‘কার্পেটিং জুট মিল’ শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মসূচিতে যান।

এ সময় তারা মিল অভ্যন্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ নম্বর গেটে শ্রমিক নেতা মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিলের সিবিএ সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান চুন্নু, শ্রমিক নেতা জিয়া উদ্দিন পলাশ, গোলাম আযম মিঠু, নুর ইসলাম, ইসরাইল হোসেন প্রমুখ।

কার্পেটিং জুট মিল গেটে সিবিএ সভাপতি নজরুল ফারাজির সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়।

দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে ১৯ ও ২০ মার্চ পুনরায় ধর্মঘট হবে এবং রাজপথ অরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।  

যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকল্প প্রধান আবুল কালাম আজাদ বলেন, মিলের শ্রমিকরা কাজে যোগদান না করায় উৎপাদন বন্ধ হয়ে পড়ে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।