টাঙ্গাইলে দুইপক্ষের মারামারিতে সেনাসদস্য নিহত, আটক ৫

টাঙ্গাইলে দুই পক্ষের মারামারিতে এক সেনাসদস্য নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2019, 05:49 PM
Updated : 8 March 2019, 05:49 PM

নিহত আজিুজুল ইসলাম (২৮) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারামারির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক বলেন, বুধবার রাতে দেওভোগ গ্রামের বাকি মোল্লার ছেলে কামরুল ও আব্দুর রউফ মিয়ার ছেলে রাসেলের মধ্যে মারামারি হয়।

“রাসেলের বড় ভাই সেনাসদস্য আজিজুল ইসলাম বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়ি এসে এ ঘটনা জানতে পারেন। তিনি শুক্রবার সকালে তার লোকজন ডাকলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মারামারি হয়। এ সময় আজিজুলসহ উভয়পক্ষের কমপক্ষের ছয়জন আহত হন।”

তাদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত আজিজুলকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে জানান ওসি মিজানুল।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত সেনাসদস্যের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।