আদর্শিক রাজনীতির সংস্কৃতি গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দল বা ব্যক্তি নির্ভরশীলতার বদলে শিক্ষার্থীদের স্বতন্ত্র ও আদর্শিক রাজনীতির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 02:39 PM
Updated : 24 Feb 2019, 02:39 PM

রোববার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।  

বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব বিকাশের আদর্শ স্থান উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি জাগিয়ে তুলতে হবে।

“ছাত্র রাজনীতি হবে আদর্শভিত্তিক। দল বা ব্যক্তি নির্ভরশীলতা পরিহার করে শিক্ষার্থীদের স্বতন্ত্র ও আদর্শিক রাজনীতির সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলে দেশে গড়ে উঠবে ত্যাগী, দক্ষ ও সুযোগ্য নেতৃত্ব।”

তাছাড়াও অসামাজিক কর্মকাণ্ডসহ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও জঙ্গি কার্যক্রমে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে নিজেদেরকে সম্পৃক্ত করতে না পারে সেদিকে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার উপরও তিনি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও মুক্তবুদ্ধি চর্চার উপর গুরুত্ব রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদিআরও বলেন, “আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিটি খাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে সঠিক ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অভীষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে। ডেল্টা প্ল্যানের আওতায় উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থাপনা, সমুদ্রসম্পদ আহরণ ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্জিত বিশাল সমুদ্রসীমার বিপুল সম্পদ কাজে লাগাতে হলে এ বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সমাজবিজ্ঞানী অনুপম সেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান, ধন্যবাদ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার মমিনুল হক।

সমাবর্তনে ১০ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এর মধ্যে রয়েছেন স্নাতক পর্যায়ের ৬ জন এবং চ্যান্সেলর গোল্ড মেডেল ও স্নাতকোত্তর ৪ জন।