ফরিদপুরে প্রতিবেশী নারীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রতিবেশীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 03:47 PM
Updated : 19 Feb 2019, 03:47 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. হেলালউদ্দিন এ রায় দেন।

দণ্ডিত মোশা কাজী (৪০) ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর কাজী ডাঙ্গি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনিসহ এ হত্যা মামলার সকল আসামি আদালতে হাজির ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১২ মে সকালে বাড়ির সীমানায় মাটি কাটা নিয়ে সদরপুরের ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর কাজী ডাঙ্গি গ্রামে শেখ আলী আকবরের পরিবারের সঙ্গে প্রতিবেশী মোশা কাজীর লোকজনের সংঘর্ষ হয়।

“এ সময় আলী আকবরের স্ত্রী সাফিয়া খাতুন ওরফে সাবিয়াকে কোদাল ও লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি আহত হন। ১৩ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় সাফিয়ার দেবর শেখ আলীউদ্দিন বাদী হয়ে ১৩ মে রাতে সদরপুর থানায় মোশা কাজীসহ নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি দুলাল চন্দ্র সরকার বলেন, মোশা কাজীকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অপর আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।