ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহে আট বছর আগের একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 11:17 AM
Updated : 17 Feb 2019, 11:18 AM

রোবাবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম এ আদেশ দেন।

দণ্ডিত মাহাবুবুর রহমান বাবু শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের হায়দার আলী শেখের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় হায়দার শেখ, তোফাজ্জেল হোসেন, গোলাম শেখ ও মাহমুদুর রহমান ওরফে হাসান আলিকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ১১ মার্চ বিকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে স্থানীয় আশরাফুজ্জামান লিটুকে বাবুসহ আরও কয়েকজন লিটুকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের চাচা গাজী শেখ পাঁচ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন।