খুলনায় মাছের ঘেরে মাটির নিচে ৩২ গ্রেনেড

খুলনার পাইকগাছা উপজেলায় একটি মাছের ঘেরের মাটি খোঁড়ার সময় ৩২টি গ্রেনেড পাওয়া গেছে; যেগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 07:45 AM
Updated : 17 Feb 2019, 09:21 AM

উপজেলার লস্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা নামক থেকে রোববার বেলা ১১টার দিকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয় বলে পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল শেখ জানান।

ওসি বলেন, “আবুল কালামের মাছের ঘেরের শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে ৩২টি গ্রেনেড দেখতে পায়। গ্রেনেডগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।”

গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করতে খুলনায় বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।