শার্শায় হাসপাতালে নবজাতক চুরি, ৮ ঘণ্টা পর উদ্ধার

যশোরের শার্শার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার আট ঘণ্টা পর এক নবজাতককে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 04:46 PM
Updated : 23 Jan 2019, 04:46 PM

শার্শা থানার এসআই আবুল হাসান বলেন, বুধবার বেলা ১১টার দিকে নাভারন বাজারের ‘পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়।

“সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছার দোষতিনা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।”

এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

শার্শার মানকিয়া গ্রামের বাসিন্দা নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, তার স্ত্রী নাসরিন বেগমকে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে সকাল ৯টায় অপারেশনের মাধ্যমে তার একটা মেয়ে হয়।

ডায়াগনোস্টিক সেন্টারের তত্ত্বাবধায়ক আব্দুল হামিদ বলেন, “অস্ত্রোপচারে সুস্থ সন্তান জন্ম দেন প্রসূতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দিই। এর ঘণ্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”

সালমা বেগম

নবজাতকের দাদি আছিয়া বেগম বলেন, “আমরা শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। তাদের মধ্যে এক অপরিচিত মহিলাও ছিল। এরই মধ্যে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও অপরিচিত সেই মহিলাকেও আমরা পাচ্ছি না।”

এসআই আবুল হাসান বলেন, “ঘটনার পর থেকে আমরা ফোর্স নিয়ে দিনভর অভিযান চালিয়েছি। সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।”

এ সময় শিশু চুরির অভিযোগে সালমা বেগম (২৮) নামে এক নারীকে আটক করা হয় বলেও তিনি জানান।

সালমা শার্শা উপজেলার ফুলসর গ্রামের শাহ আলমের স্ত্রী। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাকে থানায় জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই আবুল হাসান।