রাজশাহীতে ৩ দোকানিকে জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যায় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার অপরাধে তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 11:16 AM
Updated : 17 Jan 2019, 11:16 AM

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

হাসান জানান, স্টেশন বাজারের তিন দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ও ৩৮ ধারা অনুযায়ী তাদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বটতলা হোটেলে মোটা লবণ ব্যবহার ও খাবারের মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা, জীবন ভ্যারাইটিজে মেয়াদোত্তীর্ণ হলুদ ও জুস থাকায় পাঁচ হাজার টাকা আর হাসান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকারের হাসান আল মারুফ।