শ্রমিক বিক্ষোভে ‘বিশৃঙ্খলাকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ

ঢাকার সাভার ও ধামরাই শিল্পাঞ্চলের সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 11:07 AM
Updated : 15 Jan 2019, 11:07 AM

ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়ায় সাংবাদিকদের বলেন, “বিক্ষোভে যারা উসকানি দিয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য গত নভেম্বরে ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামোর কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে গত ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে কয়েক দিন বিক্ষোভ দেখায় ঢাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা।

পরে মজুরি কাঠামোর ছয়টি গ্রেড সংশোধন করে মোট বেতন ১৫ টাকা থেকে ৭৮৬ টাকা বাড়ায় সরকার।

সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার পোশাক কারখানার শ্রমিকরা সোমবার থেকেই কাজে যোগ দিয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “আর মঙ্গলবার সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শতভাগ শ্রমিক।

কাজে ফেরায় শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “যারা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত না, কিন্তু ছাঁটাই আতঙ্কে রয়েছেন, পুলিশ তাদের পাশে আছে।”

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন।