দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত, আহত ভাই

জয়পুরহাট সদরে অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ভাই, যিনি ওই স্কুলের প্রধান শিক্ষক।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 05:17 PM
Updated : 3 Jan 2019, 05:17 PM

জয়পুরহাট-গোবিন্ধগঞ্জ সড়কে গুয়াবড়ি ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুন নেছা রেখা (৪৫) জয়পুরহাটের কালাই উপজেলার ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

আহত শামসুদ্দিন বারী বাবু (৫০) একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মারা গেছেন। এঘটনায় নামে অপর এক স্কুল শিক্ষক আহত হয়েছেন।  বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়পুরহাট- গোবিন্ধগঞ্জ  সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, কামরুন নেছা রেখা ও  শামসুদ্দিন বারী বাবু আপন ভাই-বোন এবং তারা একই স্কুল চাকরি করেন। স্কুল ছুটির পর সন্ধ্যায় তারা মোটরসাইকেলে জয়পুরহাট শহরে আসচ্ছিলেন। 

“গুয়াবড়ি ঘাট এলাকায় মাত্রাইগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।”

ওসি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রেখাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।

রেখা কালাই উপজেলার রঘনাথপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।