ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় একজনের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2019, 10:33 AM
Updated : 1 Jan 2019, 10:33 AM

নিহত নিজারুল ইসলাম (৩৫) উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মেদনিসাগর গ্রামের আলী হোসেনের ছেলে।

হরিপুর থানার ওসি মোহাম্মদ আমিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার বেলা ৩টার দিকে গেদুড়া ইউনিয়নের ডাবরী সীমান্তের নাগর নদীর তীর থেকে লাশটি উদ্ধার করেন তারা।

“তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।”

গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত নিজারুল তার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

“কারও সঙ্গে হয়ত ভারতে গরু আনার জন্য গিয়েছিলেন নিজারুল। শুনছি ভারতের বিএসএফ সদস্যরা তাকে হত্যা করে লাশ বাংলাদেশের ভেতরে ফেলে রেখে গেছে।”

এটি বিএসএফের ঘটানো হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত করতে পারেননি ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

তিনি বলেন, “বিএসএফের হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমরা বুঝতে পারি। কিন্তু এটি সুনিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। এটি নিজেদের মধ্যে মারামারির কারণে ঘটতে পারে। অথবা কেউ হত্যা করে সীমান্ত এলাকায় লাশ ফেলে রাখতে পারে।”

বিজিবি ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।