বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী কার্যালয় ভাংচুর

সিরাজগঞ্জ-৫ আসনের বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 06:41 PM
Updated : 13 Dec 2018, 06:41 PM

মুখোশধারী একদল এই হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করলেও তারা বিষয়টি অস্বীকার করেছে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়ইতলা এবং এর কিছুক্ষণ পরই চালা সাতরাস্তা মোড় এলাকায় হামলা হয়।

হামলাকারীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের নির্বাচনী কার্যালয়ে চেয়ার-টেবিল ভাংচুর এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলে।

বেলকুচি উপজেলা চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, “নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তারা পূর্বের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চায়।”

বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলিম তা অস্বীকার করে বলেন, “ফায়দা লোটার জন্য নিজেরা নিজেদের অফিস ভেঙ্গে বিএনপির উপরে দোষ চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। এই ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত নয়।”

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, দুটি অফিস ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।