নওগাঁর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ‘চোরাই পথে ভারতে গরু আনতে’ গিয়ে এক বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক হয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 01:54 PM
Updated : 6 Dec 2018, 04:32 PM

বৃহস্পতিবার ভোর রাতে আদাতলা সীমান্তের ২৪২ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হুমায়ন কবির (৩৫) উপজেলার জালসুকা গ্রামের ছাবেত আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবির আদাতলা কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, বুধবার রাতে সীমান্ত এলাকার বেশকিছু গরু ব্যবসায়ী চোরাই পথে গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে।

তিনি জানান, সীমান্ত এলাকায় বিএসএফ-এর কঠোর নজরদারী থাকায় তারা ওই রাতে দেশে ফিরতে না পেরে বৃহস্পতিবার ভোর রাতে দেশে প্রবেশের চেষ্টা করে।

“এ সময় ভারতের রাঙ্গামাটি খুঁটাদহ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। ধাওয়া খেয়ে সবাই পুনরায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারলেও হুমায়ন বিএসএফের হাতে ধরা পড়েন।”

বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে আদাতলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ভারতের বিএিএফের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হন বলে জাহাঙ্গীর জানান।

সুবেদার জাহাঙ্গীর আরও বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা বললে বিএসএফ বলেছে আটক হুমায়নকে ভারতের স্থানীয় জনগণ ধরে তাদের কাছে সোপর্দ করেছে। ফলে আটক ব্যক্তিকে ফেরত পাঠানো যাবে না।

বিএসএফ আটক ব্যক্তিকে ভারতের মালদাহ জেলার বামন গোলা থানায় সোপর্দ করবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন।