ছাত্রলীগ নেতার সহায়তায় রাবিতে ভর্তি হলেন ২ শিক্ষার্থী

আর্থিক অনটনে ভর্তি না হতে পারার শঙ্কায় থাকা দুই শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন এক ছাত্রলীগ নেতার সহায়তায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 05:07 PM
Updated : 27 Nov 2018, 05:07 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসান এই দুই শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা করে দেন।

এরা হলেন মজমুল ইসলাম আপন ও হাফেজ সওদাগর। মজমুল আইন বিভাগে এবং হাফেজ রাষ্ট্রবিজ্ঞানে বিভাগে ভর্তি হয়েছেন।

মজমুল ইসলাম আপন রংপুর কোতায়ালি থানার মটুকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে মেধাতালিকায় তার স্থান ‘এ’ ইউনিটে ২৩০তম, ‘বি’ ইউনিটে ১৮২তম এবং ‘ই’ ইউনিটে ৩২তম।

অন্যদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের হরমুজ সওদাগরের ছেলে হাফেজ রাবিতে মেধাতালিকায় স্থান পেয়েছেন ‘এ’ ইউনিটে ২৩৭তম ও ‘ই’ ইউনিটে ৩০২তম।

আপন ও হাফেজ বলেন, অর্থাভাবে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না। তারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তা এহসান মাহফুজের নজরে আসে।

পরে এহসান তাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তির ব্যবস্থা করে দেন বলে এই দুই শিক্ষার্থী জানান।

এহসান সহায়তা না করলে তাদের পরিবারের পক্ষে দেওয়া সম্ভব হতো না। তাই তারা এহসানের কাছে কৃতজ্ঞতা জানান।

ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান এহসান বলেন, “আপন ও হাফেজের মতো অদম্য মেধাবীরাই দেশের ভবিষ্যৎ। একটু সহযোগিতা পেলেই তারা অনেক দূর এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এসব অদম্য মেধাবীদের সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত বলে মনে করি।”