নির্বাচনে প্রার্থী হতে মঠবাড়িয়ার চেয়ারম্যানের পদত্যাগ

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 12:56 PM
Updated : 26 Nov 2018, 01:19 PM

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনায়ন না পেয়ে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য আশরাফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।

সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আশরাফুর রহমান বলেন, “দলের নেতা-কর্মীদের অনুরোধে ও তাদের সেন্টিমেন্টের কারণে আমি স্বতন্ত্রভাবে এ নির্বাচনে অংশ গ্রহণ করব। এ কারণে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছি।”

এদিকে, আশরাফুর রহমানের পক্ষে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকনসহ একদল মু্ক্তিযোদ্ধা মনোনায়নপত্র সংগ্রহ করেছেন।

মঠবাড়িয়া উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা জি এম সরফরাজের কার্যালয়ে গিয়ে তারা মনোনায়নপত্র নেন।

এ সময় উপস্থিত ছিলেন মজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা শাহ্ আলম দুলাল, সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর মোতালেব মধু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ।