খুলনায় অবৈধ রিভলবারসহ যুবক গ্রেপ্তার

খুলনার দাকোপ উপজেলায় রিভলবার ও গুলিসহ একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 05:34 PM
Updated : 25 Nov 2018, 05:34 PM

রোববার সন্ধ্যায় ফেরিঘাট থেকে মোল্লা মাসুদ হাসানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। মাসুদ ‘এনার্জি প্যাক’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পুলিশ জানিয়েছে।

খুলনার পুলিশ সুপার এস শফিউল্লাহ বলেন, গ্রেপ্তার মাসুদ হাসান এনার্জি প্যাকের খুলনার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকার বাসিন্দা।

এসপি শপিউল্লাহ বলেন, মাসুদ হাসান ২/৩ দিন আগে দাকোপে অবস্থানকালে এক ব্যক্তিকে গুলি করতে উদ্যত হন। এ বিষয়ে  পুলিশের কাছে খবর আসে। পরে বিষয়টি নিয়ে পুলিশ গোপনে অনুসন্ধান করতে থাকে।

“আগ্নেয়াস্ত্রের ব্যাপারে নিশ্চিত হয়ে রোববার সন্ধ্যার পর দাকোপের ফেরিঘাটে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসে করে খুলনার দিকে যাওয়ার সময় মাসুদ হাসানের কাছে থাকা একটি ব্যাগ থেকে জার্মানির তৈরি একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে মাসুদ হাসানের বিরুদ্ধে দাকোপ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার শফিউল্লাহ।