পিলারে থাকবে না পাকিস্তান

স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশ ও ভারত সীমান্তে পিলার থেকে পাকিস্তানের নাম মোছার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 05:39 PM
Updated : 22 Nov 2018, 05:39 PM

এ বিষয়ে বৃহস্পতিবার ভারতের সীমান্ত রক্ষা বাহিনী-বিএসফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “সাতক্ষীরা সীমান্তে পিলারের গায়ে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ লেখা হবে।”

সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবি আওতাধীন চান্দুড়িয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় গোয়ালপাড়ায় এ পতাকা বৈঠক হয়।

বৈঠকে সাতক্ষীরার ৩৩ বিজিবি অধিনায়কের আহবানে ৭৬ ব্যাটলিয়ন বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয় বলে মহিউদ্দিন জানান।
তিনি বলেন, এ বৈঠকে সীমান্তে বিদ্যমান যে সকল পিলারের গায়ে পাক/পাকিস্তান লেখা রয়েছে সেসব স্থানে বিডি/বাংলাদেশ লেখার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে সাতক্ষীরার বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, বিএসএফ পক্ষের ৭৬ ব্যাটলিয়ন বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট বিজয় ডেমরী আলোচনা করেন।

এছাড়া সাতক্ষীরার বিজিবির ৩৩ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, অপস অফিসার মেজর সাজিদ ইমরান, বিএসএফ পক্ষের ৭৬ ব্যাটলিয়ন বিএসএফের মনোজ কুমার, সহকারী কমান্ডেন্টসহ অন্যান্য পদবীর বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।