যশোরে অনুপ্রবেশের অভিযোগে নাইজেরিয়ানসহ আটক ১৩

অবৈধপথে বাংলাদেশে আসার অভিযোগে যশোরের বেনাপোল থেকে এক নাইজেরিয়ানসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 11:19 AM
Updated : 19 Nov 2018, 11:19 AM

বিজিবি ২১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, সোমবার সকালে বেনাপোলের পুটখালি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বাড়ি নাইজেরিয়ায়, বাংলাদেশের যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও বরিশালে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে নয়জন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু রয়েছে।

“আটক নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনিও একজন ফুটবল খেলোয়াড়। তার কাছে ৭৫০ মার্কিন ডলার ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। কেন তিনি অবৈধ পথে বাংলাদেশে এসেছেন সে বিষয়ে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি।”

আটক বাংলাদেশিরা ভারতের বিভিন্ন শহরের বাসা-বাড়ি, পোশাক কারখানা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, অবৈধ পথে বাংলাদেশে আসার খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় দেওয়া হয়েছে।