পায়ুপথে সোনা পাচারের চেষ্টা, বেনাপোলে যুবক আটক

পায়ুপথে দুইটি স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 06:38 AM
Updated : 4 Nov 2018, 08:06 AM

রোববার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখা থেকে তাকে আটক করা হয় বলে বেনাপোল শুল্ক গোয়েন্দা শাখার রাজস্ব কর্মকর্তা আকবার হোসেন জানান।

আটক শহিদুল ইসলাম (৩০) শরীয়তপুর জেলার কান্দিরচর উপজেলার নূর ইসলামের ছেলে ।

আকবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার চালান নিয়ে এক ব্যক্তি চেকপোস্টে অবস্থান করছেন গোপনে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা সেখানে অভিযান চালান।

“শহিদুলের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে পায়ু পথে দুইটি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ২০০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা।”শহিদুলকে বেনাপোল বন্দর থানায় এবং উদ্ধার করা সোনা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।