ডোমারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্র গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2018, 12:24 PM
Updated : 3 Nov 2018, 12:24 PM

শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূল জবানবন্দী গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে ডোমার পৌরসভার ছোটরাউতা কাজীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে শরিফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়। 

শরিফুল ডোমার সরকারি কলেজের বাংলা স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র এবং ডোমার পৌরসভার ছোটরাউতা কাজীপাড়া মহল্লার আব্দুল আজিজের ছেলে।

ডোমার থানার পরিদর্শক (তদন্ত) বিশ্ব দেব রায় বলেন, শরিফুল ফেইসবুকে নীল আকাশ ও জেএসসি ফাইনাল গ্রুপ নামের দুটি আইডি খুলে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিলি করে বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন।

“থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের অনুরূপ ভূয়া প্রশ্ন সংগ্রহ ও বিলি করে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।”

বিশ্ব দেব জানান, শুক্রবার রাতেই  ডোমার থানার এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে শরিফুলের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।

“শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সহদেব চন্দ্র রায়ের আদালতে হাজির করা হয় শরিফুলকে। সেখানে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।”