চাঁপাইনবাবগঞ্জে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 09:48 AM
Updated : 22 Oct 2018, 09:56 AM

বিএসএফ গুলির অভিযোগ অস্বীকার করেছে বরেছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারোয়ার বলেন, মোহাম্মদ জেম নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ তারা দেখেছেন।

“কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিএসএফ গুলির অভিযোগ অস্বীকার করেছে।”

জেম শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন খুররম বলেন, “জেম সোমবার ভোরে ১৭৫ ও ১৭৬ নম্বর পিলারের মাঝামাঝি শিংনগর সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা গুলি করে বলে এলাকাবাসীর কাছে শুনেছি। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে সহযোগীরা লাশ বাড়ি নিয়ে যায়।”

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি ৫৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাস।