রাস্তায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে বাসযাত্রী নিহত

বগুড়ায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসের ছাদের এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2018, 05:33 PM
Updated : 5 Oct 2018, 05:33 PM

জেলার সারিয়াকান্দি থানার ওসি ওবায়দুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় জেলার গাবতলী উপজেলার উনচুরখী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিবলু (৩৫) সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি এলাকার হাসিম উদ্দিনের ছেলে। তিনি চাল কেনাবেচা করতেন।

আহত রেজাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি ওবায়দুর বলেন, রোহান পরিবহন নামে একটি বাস সন্ধ্যার আগে বগুড়া শহর থেকে সারিয়াকান্দির উদ্দেশে রওনা হয়। শিবলুসহ পাঁচ-ছয়জন ওই বাসের ছাদে ওঠেন।

“বাসটি উনচুরখী এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে শিবলু নিহত হন।”

সেখানে বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল গাবতলী থানায় হওয়ায় আটক বাসসহ লাশ ওই থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাও সেখানে হবে।

লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন গাবতলী থানার ওসি নূরুজ্জামান।

চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।