কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে প্রাণদণ্ড

কুষ্টিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 07:48 AM
Updated : 26 Sept 2018, 07:58 AM

বুধবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সি মো. মশিউর রহমান এক যুগ আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত আতিয়ার রহমান (৪৭) কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী গ্রামের সোনা সেখের ছেলে।

আতিয়ার পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন দুলাল জানান। 

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বরাতে বলা হয়, আতিয়ার তার স্ত্রী শাহানারা খাতুনের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন।শাহানারা টাকা দিতে না পারায় ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করে আতিয়ার।

এ ঘটনায় নিহতের বড় ভাই মনিরুজ্জামান মনির বাদী হয়ে আতিয়ারসহ চারজনকে আসামি করে কুষ্টিয়া থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালে পুলিশ চারজনের নামে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।