মাদারীপুরে শাহজাদী হত্যায় স্বামীসহ ৩ জনের প্রাণদণ্ড

মাদারীপুরে পাঁচ বছর আগে গৃহবধূ শাহজাদী বেগম হত্যা মামলায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 09:15 AM
Updated : 25 Sept 2018, 09:15 AM

মঙ্গলবার মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- শাহজাদীর স্বামী শরীয়তপুর জেলার চন্দ্রপুর গ্রামের খালেক সরদারের ছেলে বাবু সরদার (২০), তার দুই সহযোগী মাদারীপুর শহরের রকেট বিড়ি এলাকার শুকুর খানের ছেলে উজ্জ্বল খান (২২) ও মাজেদ চৌকিদারের ছেলে নাঈম চৌকিদার (২১)।

আসামিদের মধ্যে উজ্জ্বল পলাতক রয়েছেন; বাকিরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমরান লতিফ জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৮ জুলাই আসামিরা শাহজাদী বেগমকে হত্যার পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে আড়িয়াল খা নদীতে ফেলে দেয়।

এরপর ৯ অগাস্ট তার অর্থগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহজাদীর মা নাছিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর মাদারীপুর সদর থানার এসআই মো. সুলতান মাহমুদ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত এ মামলার বিচারকাজ শুরু করে।