নৌপথে খনন শুরু, কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি বন্ধ

নাব্যতা বাড়াতে খনন কাজের জন্য কাঁঠালবাড়ি ও শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 12:50 PM
Updated : 24 Sept 2018, 12:50 PM

বিআইডব্লিটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে নৌপথের সরু চ্যানেলে ড্রেজার বসিয়ে খনন কাজ করা হচ্ছে। কাজের সুবিধার জন্য এই রুটে সকল ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

তিনি জানান, পদ্মা নদীতে উজানের ঢলে প্রচুর পরিমাণে পলি আসায় ফেরি চলাচলের চ্যানেলে তীব্র নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাতে হিমশিম খেতে হচ্ছে।

“১৯টি ফেরির মধ্যে ধারণ ক্ষমতার কম গাড়ি নিয়ে ১০টি ফেরি চালানো হচ্ছিল। এখন সেগুলোও বন্ধ রাখা হয়েছে।”

মঙ্গলবার সকাল থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করা যাচ্ছে, বলেন তিনি।

এদিকে, ফেরি বন্ধ থাকায় কাঁঠালবাড়ি ঘাটে পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা পড়েছে।