সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস

কাকিনা-মহিপুর দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে; বিচ্ছিন্ন হয়ে গেছে লালমনিরহাটের সঙ্গে রংপুরের সড়ক যোগাযোগ।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 12:18 PM
Updated : 14 Sept 2018, 12:19 PM

কালীগঞ্জ উপজেলার ইচলিচর এলাকায় বৃহস্পতিবার রাতে সেতুর উত্তর পাশে সিরাজুল মার্কেটের সামনে এই ধস নামে।

উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান বলেন, নদীর গতিপথ পরিবর্তনের কারণে এ ঘটনা ঘটেছে।

“সেতুটি যখন নির্মাণ করা হয়, সে সময় গতিপথ অনুযায়ী নদীশাসন বাঁধ নির্মাণ করা হয়েছিল। এখন নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। ”

৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুটি ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউর রহমান বলেন, নদীর গতিপথ পরিবর্তনের ফলে এটি ধসে পড়েছে। তবে বালু ও বালুর বস্তা ফেলে চলাচল উপযোগী করার কাজ চলছে।

সেতুটি এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, “রোববার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।

“উদ্বোধন অনুষ্ঠান যথাসময়ে হবে। ধসে যাওয়া অংশ দ্রুত মেরামত বা সাময়িক যোগাযোগের জন্য ব্যবস্থা করতে প্রকৌশল বিভাগ কাজ করছে।”