কুমিল্লায় নাশকতার মামলা: খালেদার জামিন আবেদন নাকচ

কুমিল্লার চৌদ্দগ্রামে কভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 12:43 PM
Updated : 13 Sept 2018, 12:43 PM

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম রাষ্টপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া বর্তমানে কারাবন্দি আছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুলে একটি কভার্ড ভ্যানে পেট্টোল বোমা মেরে পুড়িয়ে দেওয়ার ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৪২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।

২০১৫ সালে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লার দুটি ঘটনায় এই মামলাসহ দুই মামলায় আসামি হন খালেদা জিয়া। 

অপর মামলাটি হলো নৈশ কোচে পেট্রোল বোমা হামরায় আটজনকে পুড়িয়ে হত্যা। ওই মামলায় জামিনের শুনানি ছিল বুধবার। ওইদিন আদালত আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।

এ দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জনের বক্তব্য গ্রহণ শেষে মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিপক্ষে কাইমুল হক রিংকু এবং রাষ্ট্রপক্ষে পিপি মোস্তাফিজুর রহমান শুনানিতে অংশ নেন।