হত্যার দায় স্বীকার করলেন মামলার বাদী

ছোট ভাইকে হত্যার কথা স্বীকার আদালতে জবানবন্দি দিয়েছেন বড়ভাই, যিনি ওই মামলার বাদী।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 06:11 PM
Updated : 6 Sept 2018, 06:11 PM

বৃহস্পতিবার জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন আলতাফুর রহমান (৪২)।

পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল আলম বলেন, গত ৩ সেপ্টেম্বর সকালে ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ি গ্রামের আলা উদ্দিনের ছেরে ইলেক্টিক মিস্ত্রী চান মিয়ার (৩৫) লাশ পাওয়া যায় বাড়ি থেকে এক কিলোমিটার দুরে একটি ধান ক্ষেতে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজোড়া স্যান্ডেল উদ্ধার করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করে চান মিয়া ভাই আলতাফুর রহমান। লাশ উদ্ধারের পর থেকে পুলিশ উদ্ধার হওয়া সেন্ডেল ও হত্যার রহস্য উদঘাটতে কাজ শুরু করে।

এএসপি সামিউল বলেন, “নিহতের ভাই আলতাফুর রহমান বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। এ সময় তিনি ছোট ভাই চান মিয়াকে নিজে এবং অন্য আসামীদের সহযোগিতায় হত্যার কথা স্বীকার করেছেন।”

জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে ছোট ভাইকে হত্যা করেছেন বলে স্বীকার করেন আলতাপুর রহমান।

পইরবাড়ি গ্রামের আলা উদ্দিনের ছেলে আলতাফুর রহমান জামালপুর শহরের রশিদপুর এলাকায় থেকে শহরে রিকশা চালান।  

হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসএসপি সামিউল।