নোয়াখালীতে ভ্যানচাপায় ৪ শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

নোয়াখালীতে ইঞ্জিনচালিত ভ্যানচাপায় চারজন আহত হওয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 09:31 AM
Updated : 6 Sept 2018, 09:31 AM

এছাড়া একটি নসিমনে আগুন দেওয়ার পাশাপাশি তারা নিরাপদ সড়কের দাবিতে মিছিল করেছে।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খাসেরহাট আজহারুল উলুম মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহত রিনা বেগম (১৭), মায়মুনা আক্তার (১৫), ইসরাত জাহান (১২) ও রাহাত উদ্দিন (১৫) ওই মাদ্রাসার শিক্ষার্থী।

প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী পাঠানো হয়।

ওসি কামরুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ইঞ্জিনচালিত মালবাহী একটি ভ্যান চার শিক্ষার্থীকে পেছন থেকে চাপা দেয়।

“এতে অন্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ১০টা থেকে নলচিরা-জাহাজমারা সড়ক অবরোধ করে রাখে। উপজেলা সদরের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি নসিমনে আগুন দেয়। বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অপরাধীকে শাস্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনা ঘটানো ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।