বরিশালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2018, 03:25 PM
Updated : 24 August 2018, 03:25 PM

শুক্রবার নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ধারালো অস্ত্রসহ পুলিশ রিমন নামে একজনকে আটক করেছে বলে কোতোয়ালি থানার ওসি নূরুল ইসলাম জানান।

সংগঠনের নেতাকর্মীরা জানান, গত ১৯ অগাস্ট বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পদবঞ্চিত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

এ সময় মহানগর ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও জেলা কমিটির সভাপতি মাহফুজুল আলম মিঠু মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় তারা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করেন।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি নূরুল ইসলাম জানান, “পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ সময় রিমন নামে এক ছাত্রদলকর্মীকে দা সহ আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে তিনি জানান।

পদবঞ্চিত বরিশাল জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন বলেন, যারা বিগত দিনে রাজপথে থেকে হামলা-মামলার শিকার হয়েছে, তাদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

“যাদের জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি-সম্পাদক করা হয়েছে তারা কেউই মাঠের কর্মী নন।”

সাইফুল আরও জানান, তাই ওই কমিটি বাতিলের দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। জেলা ছাত্রদলের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ওই পদ থেকে পদত্যাগ করে কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন।

সকালে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে রনি, কবির ও মিঠু দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন সাইফুল।

হামলায় তাদের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছেন বলে দাবি সাইফুলের।

পাল্টা অভিযোগ করে মহানগর ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রেজাউল করিম রনি বলেন, জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে দলীয় কার্যালয় চত্বরে অবস্থান নেন।

“এ সময় আন্দোলনকারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়, ইট পাটকেল নিক্ষেপ করে।”

হামলায় ৪/৫ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন রনি।

এদিকে, কমিটি বাতিলের দাবিতে বিকালেও বিক্ষোভ হয়েছে। এ সময় দলীয় কার্যালয় চত্বরে টায়ারে আগুন জ্বালায় নেতাকর্মীরা।