বিএনপির কার্যালয়ে ভিজিএফের ৩ টন চাল

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিএনপি কার্যালয় থেকে ভিজিএফের প্রায় তিন মেট্রিক টন চাল উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 05:41 PM
Updated : 19 August 2018, 05:41 PM

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামিম আল ইয়ামিন বলেন, রোববার বিকালে চরবানি পাকুরিয়া ইউনিয়নের ভাবকি বাজারে বিএনপি কার্যালয় থেকে এই চাল উদ্ধার করা হয়েছে।

ইউএনও বলেন, অভিযানের সময় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের ভেতরে কালোবাজারিরা সরকারি খাদ্য বিভাগের বস্তা খুলে সাধারণ বস্তায় চাল ভরছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে কালোবাজারিরা পালিয়ে যায়।

“পরে সেখান থেকে খোলা অবস্থায় প্রায় ৩ মেট্রিক টন চাল এবং সরকারি খাদ্য বিভাগের বেশ কিছু খালি বস্তা জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।”

জব্দ করা চালগুলো মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও তামিম।

ইউএনও আরও বলেন, জব্দ করা চাল চরবানি পাকুরিয়া ইউপির ভিজিএফ বরাদ্দের চাল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।