ভিজিএফের চাল ‘আত্মসাৎ’, দিনাজপুরের মেয়র গ্রেপ্তার

ভিজিএফের চাল আত্মসাতের মামলায় দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 12:14 PM
Updated : 19 August 2018, 12:14 PM

রোববার তাকে আটক করা হয় বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।

ওসি রেদওয়ানুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুস্থ ও অসহায়দের জন্য সরকার কর্তৃক বরাদ্দ করা চাল ওজনে কম দেওয়া হচ্ছিল।

“জনপ্রতি ২০ কেজি করে দেওয়ার কথা থাকলেও ১৮ দশমিক ৪০ কেজি করে দেওয়া হচ্ছিল।”

ওসি জানান, এই অভিযোগে শনিবার রাতে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে তিনজনের নামে থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন পৌরসভার গুদামরক্ষক ও বিতরণকারী মজিবর রহমান, মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান।  

ওসি বলেন, মামলা করার পর রাতেই গুদামরক্ষক মজিবর রহমানকে আটক করা হয়। রোববার আটক হন মেয়র জাহাঙ্গীর।

আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হলে মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়।