গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর প্রাণদণ্ড

গাজীপুরে তিন বছর আগে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2018, 07:24 AM
Updated : 12 August 2018, 07:30 AM

রোববার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. আনিছুর রহমান (৩৫) দিনাজপুরের ফুলবাড়ি থানার উত্তরকৃষ্ণপুর এলাকার আনসার আলীর ছেলে। রায় ঘোষণার তিনি কাঠগড়ায় ছিলেন।

প্রাণদণ্ড ছাড়াও তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান।

মামলার বিবরণে বলা হয়, পঞ্চগড় সদরের আমলাহার এলাকার মঞ্জুর হকের মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে আনিছুরের বিয়ে হয়। তারা গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বালুরমাঠ বস্তি এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

২০১৫ সালের ৫ অগাস্ট সকালে ওই বাড়িতে আনিছুর বটি দিয়ে কুপিয়ে মৌসুমীকে হত্যা করে। পরে লাশ দিনাজপুরে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং আনিছুরকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম রাসেল বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আনিছুরের নামে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।