সাতক্ষীরায় গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় দেড় বছর আগে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 09:25 AM
Updated : 7 August 2018, 10:52 AM

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের দীন মোহাম্মদ গাজী (৫৫) ও তার ছেলে ওমর আলী গাজী (৩৫)। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ওমর আলীর মা আনোয়ারা খাতুনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওসমান গণি জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের নভেম্বরে কলারোয়ার গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের সঙ্গে ওমরের বিয়ে হয়। বিয়ের এক মাস পরেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে দাম্পত্য কলহ তৈরি হয়।  

২০১৭ সালের ৬ জানুয়ারি রাত থেকে আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর তিন দিন পর চান্দুড়িয়া সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমেনার স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের নামে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস ২০১৮ সালের ২৮ জানুয়ারিতে তিনজনের নামে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার শুরু করে আদালত।