কুমিল্লা সিটির জামায়াত সমর্থিত কাউন্সিলর গ্রেপ্তার

কুমিল্লা সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী সমর্থিত এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 06:07 PM
Updated : 6 August 2018, 05:23 PM

রোববার কুমিল্লা নগরীর নিজ এলাকা ১ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

কাউন্সিলর গোলাম কিবরিয়া এই ওয়ার্ড থেকে সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।  

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে। তাকে আটকের পর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

রাতে তাকে নিয়ে পুলিশ অভিযানে যায় বলে মামুন জানান।

মামুন আরও জানান, কাউন্সিলর গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। 

গত বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া। ওই বছরের ১১ মে শপথ গ্রহণের দিন ঢাকায় এলজিইডি ভবনের সামনে থেকে শপথ গ্রহণের আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।