নাটোরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‌্যাবের অভিযানকালে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 05:24 AM
Updated : 1 August 2018, 09:04 AM

র‌্যাব ৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মহিষভাঙ্গা এলাকায় তারা এ অভিযান চালান।

নিহত কাবিল হোসেন (৪৫) উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুরের শহিদুল্লাহ শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে  ১২টি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

র‌্যাব কর্মকর্তা আজমল হোসেন বলেন, মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়।

“তারা র‌্যাবের দিকে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে অনেকে পালিয়ে গেলেও কাবিল গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। পরে তার পরিবার লাশ শনাক্ত করে।”

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি গুলির খোসা, একটি পিস্তলের ম্যাগাজিন ও ২৮০টি ইয়াবা উদ্ধার করেছে বলে তিনি জানান।

বড়াইগ্রাম থানার ওসি দীলিপ কুমার দাস বলেন, কাবিলের বিরুদ্ধে বড়াইগ্রাম ও লালপুর থানায় মাদক ও চোরাচালানসহ ১২টি মামলা রয়েছে।

“কাবিল নাটোর জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।”