বরিশালে ইসলামি আন্দোলনের ভোট বর্জন, সড়ক অবরোধ

বরিশাল সিটি করপোশন নির্বাচনে ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 07:35 AM
Updated : 30 July 2018, 07:35 AM

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে অবস্থান নিয়ে সদর রোডে অবরোধ সৃষ্টি করেন তার কর্মী-সমর্থকরা।

এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওবায়দুর বলেন, “নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।  ব্যালট ছিনতাই করে নৌকায় সিল মারা হচ্ছে। এই ভোট বর্জন করলাম।”

ওবায়দুরের ঘোষণার কিছুক্ষণ আগেই আরেক মেয়র প্রার্থী বিএনপির মজিবর রহমান সরওয়ারও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।

দেশের তিন প্রান্তের তিন সিটি বরিশাল, সিলেট ও রাজশাহীতে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট শুরু হয়েছে সোমবার সকাল ৮টায়।