নেত্রকোণায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণায় প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2018, 11:36 AM
Updated : 26 July 2018, 11:36 AM

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বাসিন্দা।

একইসঙ্গে আজিজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল গণি ও আব্দুর রশিদ নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি সাইফুল আলম প্রদীপ।

মামলার নথির বরাত দিয়ে পিপি সাইফুল জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১১ সালে ১১ অগাস্ট সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন পরিষদের সামনে মুহাম্মাদ হোসেনকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুপিয়ে হত্যা করেন আব্দুল আজিজ।

এ ঘটনায় পর নিহতের ছেলে মতি মিয়া বাদী হয়ে ওইদিন রাতে নেত্রকোণা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলাটি তদন্ত শেষে একই বছরের ২ ডিসেম্বর তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।