দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে পাবনায় সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী আহত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 01:28 PM
Updated : 22 July 2018, 01:53 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের ছাত্র রাসেল আহমেদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের সৌরভ বাইকে করে ক্যাম্পাস থেকে বের হওয়া সময় দ্রুত গতির মাইক্রোবাস চাপা দিলে তারা গুরুতর আহত হয়।

“এ ঘটনায় বিচার ও বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণে দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।”

পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয় বলে জানান তিনি।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ করে শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক বলেও তিনি জানান।