পার্কে বেড়িয়ে ফেরার পথে প্রাণ হারালেন ৫ জন

নরসিংদীর ড্রীম হলিডে পার্কে বেড়িয়ে ঘরে ফেরার পথে লেগুনায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন মা-মেয়েসহ পাঁচজন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 04:10 PM
Updated : 20 July 2018, 07:03 PM

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাংপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই লেগুনার আরও সাতজন যাত্রী আহত হয়েছেন বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান জানিয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রায়পুরা উপজেলা সদরের রামনগর এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী শরিফা বেগম (৫০) এবং তাদের মেয়ে জান্নাত (১৮)।

নিহতদের মধ্যে অপর এক নারী এবং দুই পুরুষের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

পুলিশ কর্মকর্তা শফিউর বলেন, দুর্ঘটনায় হতাহতরা সবাই রায়পুরা উপজেলা সদরের থানাহাটি এলাকা বাসিন্দা।ড্রীম হলিডে পার্কে বেড়িয়ে লেগুনায় করে রায়পুরা সদরে ফিরছিলেন তারা।

“এ সময় বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।”

এতে ঘটনাস্থলেই এক যুবকরে মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে নেওয়া হয়।

পরে জেলা হাসপাতালে দুইজন ও সদর হাসপাতালে দুইজনের মৃত্যু হয় বলে জানান শফিউর রহমান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।