লিটনের কর্মীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের কর্মীদের বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 01:34 PM
Updated : 11 July 2018, 01:34 PM

পুলিশের সযোগিতায় পোস্টার ও ফেস্টুন খুলে ফেলা হচ্ছে বলে বুধবার বিকালে রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু।

এতে বুলবুলের পোস্টার ফেস্টুন খুলে ফেলা, ছিঁড়ে ফেলা এবং কর্মীদের লাঞ্ছিত ও মারধরসহ সাতটি অভিযোগ করা হয়েছে।

মেয়র প্রার্থী বুলবুল বলেন, “পুলিশের সহযোগিতায় পোস্টার ও ফেস্টুন খুলে ফেলা হচ্ছে। নির্বাচনের এই যদি পরিবেশ হয় তা হলে নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে।”

এ ব্যাপারে রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আগামী ৩০ জুলাই সিটি করপোরেশনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।