সাভারে পুলিশ পরিচয় দিয়ে আটক ৩

ঢাকার সাভারে পুলিশ পরিচয় দিয়ে তিনজন আটক হয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 11:45 AM
Updated : 11 July 2018, 11:45 AM

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ জানান, বুধবার সকালে সাভারের ইমান্দিপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রাজধানীর লালবাগ থানার মাজার এলাকার ফারুক হোসেন ছেলে মো. রুবেল হোসেন, বরিশাল জেলার কোতোয়ালি থানার রাজারচর এলাকার মো. রতন মোল্লার ছেলে আনিসুর রহমান ও বরিশালের হিজলা থানার চিড়াখোলা গ্রামের দোলোয়ার হোসেন ফকিরের ছেলে মো. সজীব মিয়া।

ওসি সায়েদ বলেন, সকালে তারা সাভার বাসস্ট্যান্ড থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেট কার ভাড়া করে ইমান্দিপুর যান।

“সেখানে তাদের কথাবার্তায় সন্দেহ হলে চালক বাবুল মিয়া চিৎকার শুরু করেন। তখন ওই এলাকায় থাকা টহল পুলিশ গিয়ে তাদের আটক করে। তাদের দেহ তল্লাশি করে দুটি ছুরি পাওয়া গেছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি সায়েদ বলেন, “তারা গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই করত। তাদের এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।”

এ ঘটনায় চালক বাবু মিয়া তাদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছেন বলে জানান ওসি সায়েদ।