ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-জামালপুর রেল বন্ধ

ময়মনসিংহ নগরীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুৎ হয়ে ময়মনসিংহ-জামালপুর রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 03:50 PM
Updated : 8 July 2018, 03:50 PM

রোববার রাত ৮টার দিকে মিন্টু কলেজ এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে যোগাযোগ বন্ধ হয়ে যায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল হক জানান।

এতে বিভিন্ন স্টেশনে কমিউটার, যমুনা, ধলেশ্বরী ট্রেন আটকা পড়েছে ।

স্টেশন মাস্টার জহিরুল বলেন, দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ লোকাল ট্রেনটি মিন্টু কলেজ এলাকায় রেলগেইটে পৌঁছলে এক মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

লাইন মেরামত করতে কমপক্ষে ২/৩ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।