রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2018, 02:26 PM
Updated : 6 June 2018, 02:27 PM

বুধবার বিকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায় বলে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান।

নিহত জয়ন্ত চন্দ্র দাস (১০) বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় বানিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক ও জাহাঙ্গীরের ছেলে আলমগীরকে আটক করেছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, চৈতন্য চন্দ্র দাস কলা বিক্রেতা।মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তার শিশুপুত্র জয়ন্ত। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

“পরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা চৈতন্য দাসের মোবাইল ফোনে কল করে ছেলের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করে। পরে চৈতন্য দাস একটি সাধারন ডায়েরি করেন।”

এদিকে মুক্তিপণের বাজিতপুর এলাকায় যাওয়ার জন্য অপহরণকারীদের অব্যাহত চাপের মধ্যে বানিয়াদি এলাকার সুরিয়া বেগমের পরিত্যক্ত বাড়ির একটি ঘরে হাত-পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান ওসি।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।