ঝিনাইদহে মাদক বিক্রেতার যাবজ্জীবন

ঝিনাইদহে ১২ বছর আগের মাদক মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2018, 09:34 AM
Updated : 30 May 2018, 09:34 AM

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম আযম বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত লাল্টু লস্কর (৪০) জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের তাইজাল লস্করের ছেলে।

রায় ঘোষণার সময় লাল্টু আদালতের কাঠগড়ায় ছিলেন।

আদালত পরিদর্শক এসআই ফিরোজ কুলসুম মামলার নথির বরাতে বলেন, ২০০৬ সালের ২৬ অক্টোবর জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ লাল্টুকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ওই বছরের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে।