নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাংচুর, পরিবহন ধর্মঘটের ডাক

ময়মনসিংহে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে বাস ভাংচুরের ঘটনায় বিচারের দাবিতে ৩০ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে উত্তরাঞ্চলীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 12:26 PM
Updated : 28 May 2018, 12:26 PM

পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম সোমবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ১৩ মে নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কমপক্ষে ৪০টি বাস ভাংচুর ও শ্রমিকদের বেধড়ক মারধর করেন।

“এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় ও ত্রিশাল থানায় তিনটি মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। বিচার দাবিতে ১৫ মে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা হয়নি।”

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ৩০ মে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কোনো রাস্তায় কোনো প্রকার যান চলাচল করবে না বলে তিনি জানান।