চুয়াডাঙ্গায় এক কেজি সোনাসহ আটক ১

চুয়াডাঙ্গার দর্শনায় ভারত যাওয়ার চেষ্টার সময় এক যাত্রীকে এক কেজি সোনাসহ আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 11:37 AM
Updated : 25 May 2018, 11:37 AM

আটক আব্দুল মোতালেব (৫২) গাজীপুরের টঙ্গী এলাকার আনিছপুর গ্রামের আবুল কাশেমের ছেলে বলে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দপ্তরের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান।

তিনি বলেন, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে সোনা চালান হবে এমন খবর পেয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দপ্তরের নির্দেশে আট সদস্যের একটি দল শুক্রবার সকাল ৭টা থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান নেয়।

“সকাল ১০টার দিকে মোতালেব ভারত যাওয়ার চেষ্টার সময় আটক করা হয়। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা অন্য যাত্রীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার ভেতর থেকে সাড়ে নয়টি সোনার বার উদ্ধার করে। এর ওজন এক কেজি। দাম প্রায় ৫০ লাখ টাকা।”

সোনার বারগুলো দর্শনা কাস্টমসে জমা দেওয়ার পাশাপাশি আটক মোতালেবকে মামলার পর দামুড়হুদা থানায় দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।