খাগড়াছড়ি শহরে গোলাগুলি

পাহাড়ি সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়ি শহরে গোলাগুলি হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 11:59 AM
Updated : 22 May 2018, 11:59 AM

মঙ্গলবার দুপুরে শহরের স্বনির্ভর বাজারে এ গোলাগুলির সময় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে বিজিবি গেইটে আশ্রয় নেয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটু জানান।

তিনি বলেন, “বেলা দেড়টার দিকে ৩০/৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী দুই দিক থেকে গুলি ছুড়তে ছুড়তে স্বনির্ভর বাজার এলাকায় ঢুকে পড়ে। তারা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। খবর পেয়ে আইন-শৃঙ্খখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।”

ঘটনার জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে ওসি বলেন, “এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ইউপিডিএফ পরিকল্পিতভাবে এ গোলাগুলি করেছে।”

তবে ঘটনাকে ‘নাটক’ উল্লেখ করে ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমা বলে, ইউপিডিএফর সঙ্গে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পর স্বনির্ভর ও আশেপাশের এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। তারা পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি শুরু করে। তাছাড়া খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়কে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ ও বিজিবি।

এ বিষয়ে স্থানীয় পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন ত্রিপুরা বলেন, “স্বনির্ভর এলাকার পরিস্থিতি থমথমে । উওর খবংপুড়িয়া এলাকা গোলাগুলি হয়েছে। তবে কার সাথে কাদের গোলাগুলি হয়েছে তা জানি না।”