মেঘনায় হাজার টন ক্লিংকার নিয়ে জাহাজ ডুবি

চাঁদপুরে মেঘনা নদীতে এক হাজার টন সিমেন্টের কাঁচামাল-ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবে গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 05:25 PM
Updated : 11 May 2018, 07:28 PM

হাইমচর থানার ওসি রনোজিত রায় বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাইমচর উপজেলা এলাকায় এমভি শাফাতুল হক-২ নামের একটি জাহাজের ধাক্কায় ‘এমভি মিলেনিয়াম’ নামের জাহাজটি ডুবে যায়।

এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি। জাহাজে থাকা ১২ শ্রমিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

জাহাজটির শ্রমিকদের বরাত দিয়ে ওসি রনোজিত বলেন, এমভি মিলেনিয়াম চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার রাত ২টায় নারায়ণগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।

উদ্ধার হওয়া ১২জন হলেন- জাহাজের মাস্টার শামছুল হক, শ্রমিক বেলায়েত হোসেন, মো. জাহির, মো. নুরুন্নবী, মো. বেলায়েত হোসেন, মো. বদিউজ্জামান, মো. জাহিদ হোসেন, মোহাম্মদ আলী, মানিক মিয়া, মো. সুমন, নুরুন্নবী-২ ও মো. নয়ন।

মাস্টার শামছুল হক জানান, জাহাজটি হাইমচরের নীলকমল ও গাজীপুর ইউনিয়নের মাঝামাঝি স্থান কাটাখালি মাঝের চর এলাকায় আসলে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এমভি শাফাতুল হক-২ জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তখন তাদের জাহাজ কাত হয়ে আস্তে আস্তে নদীতে নিমজ্জিত হয়।

এ সময় ওই এলাকায় দিয়ে যাওয়া এমভি ওশান লাইট নামের অপর একটি জাহাজ তাদের এ অবস্থা দেখে ১২ জনকে উদ্ধার করে পাড়ে উঠায়।

তাদের সহকর্মী লস্কর নুরুন্নবী ও বাবুর্চি নয়ন আহত হয়েছেন বলে জানান তিনি।