টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মো. আবদুল হামিদ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 09:39 AM
Updated : 7 May 2018, 10:35 AM

সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মো. আবদুল হামিদ সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর মোনাজাত করেন। ছবি: প্রেস উইং,বঙ্গভবন

এরপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়; বেজে ওঠে বিউগল। এসমং বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে রাষ্ট্রপতি সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সামরিক-বেসামরিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।